ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভারত-পাকিস্তান-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর আগামীকাল

ভারত-পাকিস্তান-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর আগামীকাল

আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে এসব দেশের ঈদের তারিখ জানিয়েছে দেশটির গণমাধ্যম গালফ নিউজ ও খালজি টাইমস।

এবার ভারত ও পাকিস্তানে কবে ঈদ হবে জানালো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে ২৮তম রোজা। এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার, সিদ্ধান্ত ফতোয়া কাউন্সিলের : অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে। কাউন্সিল চাঁদ দেখা সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানায়। অস্ট্রেলিয়ায় প্রায় ১০ লাখ মুসলমান বসবাস করেন। দেশটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটির দিন নয়। তবে মুসলিম কর্মীরা বিশেষ ছুটির সুযোগ পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত