ঈদ উপলক্ষে কারাগার থেকে মুক্তি পেলেন বন্দিরা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দেয়া হয়েছে। তারা এরই মধ্যে কারাগার ত্যাগ করেছেন। গতকাল শনিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় ও দুজনকে ভালো কাজের জন্য মুক্তি দেয়া হয়।