ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাবারে ব্যয় হবে ২ কোটির বেশি

ঈদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাবারে ব্যয় হবে ২ কোটির বেশি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দায়িত্বরত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের ঈদের দিন উন্নত খাবার পরিবেশন বাবদ ২ কোটি ৩ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট এবং যৌথ অপারেশনে দায়িত্ব পালনকারী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের দিন উন্নত খাবার পরিবেশন বাবদ ব্যয় নির্বাহের লক্ষ্যে নিম্নলিখিত ছক অনুযায়ী শর্তসাপেক্ষে ২ কোটি ৩ লাখ টাকা মঞ্জুর করা হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত