ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের

যুদ্ধবিরতির পর বৈরুতে প্রথম হামলা ইসরায়েলের

লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ২০২৪ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি শুরুর পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রথম বড় ধরনের আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। গত শুক্রবারের এ হামলা এর আগে লেবানন থেকে ইসরায়েলে চালানো রকেট হামলার প্রতিশোধ বলে জানিয়েছে তারা। হামলায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একটি ভবনকে লক্ষ্যস্থল করা হয়। দাহিয়া নামের এলাকাটি হিজবুল্লার একটি শক্তিকেন্দ্র। ইসরায়েলের দাবি, যে ভবনটিতে আঘাত হানা হয়েছে সেটি ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন রাখার একটি স্থাপনা। রয়টার্স বলছে, কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতিকে ক্রমান্বয়ে নড়বড়ে হয়ে উঠতে দেখা যাচ্ছে। ইসরায়েল লেবানন থেকে জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও তাতে দেরি করে আর গত সপ্তাহে জানায়, তারা ২২ মার্চ লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট প্রতিহত করেছে তারা; এর জেরে তারা লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যস্থলে বোমাবর্ষণ করে। কথিত ওই রকেট হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ। জানুয়ারিতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করেছে। এর মধ্য দিয়ে দেশটি আবার বড় ধরনের যুদ্ধ শুরু করেছে আর এতে মধ্যপ্রাচ্য ফের ঝুঁকির মুখে পড়েছে। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ বৈরুতে চালানো আকাশ হামলার শব্দ লেবাননের পুরো রাজধানীজুড়ে শোনা গেছে। হামলার পর ঘটনাস্থল থেকে বড় ধরনের কালো ধোঁয়ার কুণ্ডটি উঠতে দেখা গেছে। এই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাহিয়ার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভবত সতর্কীকরণ হামলা হিসেবে তিনটি ছোট লক্ষ্যস্থলে ড্রোন থেকে আঘাত হেনেছে। এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ পেয়ে দাহিয়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন বলে এলাকাটিতে থাকা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন। রাস্তাগুলোতে গাড়ির জ্যাম লেগে যাওয়ায় তারা হেঁটে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। গত বছরের সেপ্টেম্বরে বৈরুতের এই দাহিয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে ইসরায়েল হিজবুল্লাহর দীর্ঘকালীন প্রভাবশালী প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহসহ গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতাকে হত্যা করে। বৈরুতে হামলার পাশপাশি ইসরায়েল সীমান্তের নিজেদের পাশ থেকে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যস্থলে গোলাবর্ষণও করেছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুমকি মোকাবেলা এবং যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েল লেবাননের যেকোনো জায়গায় হামলা অব্যাহত রাখবে। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রকেট হামলাটি যেখান থেকে চালানো হয়েছে সেই স্থানটি তারা বের করতে সক্ষম হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত