দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), শ্রীলংকার কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) মধ্যে ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।
সম্প্রতি কলম্বোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান উইরসেকারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদসহ তিন স্টক এক্সচেঞ্জের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, এই তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, ক্রস-এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্তঃসীমান্ত তালিকাভুক্তির সুযোগ, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ সম্পর্কে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জগুলোর প্রযুক্তিগত এবং প্রক্রিয়াগত সীমাবদ্ধতা রয়েছে।