ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের নবাবশাহ এলাকা থেকে ৬৯ বছর বয়সী আসিফ আলী জারদারিকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন এবং তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। হাসপাতালে নেয়ার পর কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, গত সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নবাবশাহ এলাকায় গিয়েছিলেন জারদারি। তার আগে রোববার দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এদিকে, সিন্ধ প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার আসিফ আলী জারদারির সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত