ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

লন্ডনে দেখা মিলল সাবেক চার মন্ত্রীর

লন্ডনে দেখা মিলল সাবেক চার মন্ত্রীর

লন্ডনের একটি হাসপতালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় একটি হাসপতালে তাদের দেখা যায়।

জানা গেছে, অসুস্থ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে গিয়েছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া, ওইদিন হাসপাতালে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুসলেহ আহমদ, রাজনৈতিক নেতা আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম, জামাল খানসহ আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত