ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়’

‘মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়’

মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বকুলতলায় মহারাজপুর ইউনিয়ন যুবদল আয়োজিত কর্মী সভায় তিনি এ কথা বলেন। হারুনুর রশিদ বলেন, বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিবুর রহমানের ব্যর্থতার মধ্য দিয়ে। জিয়াউর রহমানের রাজনীতির জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের লড়াই এখনো বন্ধ হয়নি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ইদানিং লক্ষ্য করছি কতিপয় দল বা গোষ্ঠী দ্রুত সময়ের মধ্য দিয়ে যাতে নির্বাচিত সরকার গঠিত হয় সেটির প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, গত ১৫ বা ১৬ বছর বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকার যদি আজকে না করতো তাহলে আজকের ফায়সালা আল্লাহর জমিনে আসতো না। হাজার হাজার লাখ লাখ বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। তাই আজকে যারা এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন, এগুলো কোনো উসিলা হতে পারে না। সুতরাং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত