ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে ‘হিজাব বিপ্লব’ হয়েছে : রাবি অধ্যাপক

বাংলাদেশে ‘হিজাব বিপ্লব’ হয়েছে : রাবি অধ্যাপক

নারীর হিজাব পরিধান ঐশী-বিধানের অংশ উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. রাইহানা শামস ইসলাম বলেছেন, বাংলাদেশে গত ১২-১৫ বছরে ‘হিজাব বিপ্লব হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক রাইহানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শেষে আমি যখন কেমব্রিজে যাই, তখন পর্যন্ত আমিও ‘নরমাল’ পোশাক পরা ছিলাম, সালোয়ার-কামিজই একমাত্র পরিধেয় ছিল। বাইরে থাকাকালীন স্বাচ্ছন্দ্যের জন্য পশ্চিমা পোশাক পরেছি অধিকাংশ সময়। যখন ফিরে আসি, তখন আমার মাথায় হিজাব।’

তিনি বলেন, ‘তখনও শিক্ষিত মধ্যবিত্ত সমাজে হিজাব খুব চালু নয়। আমার হিজাব পরিচিতজনদের মাঝে কিছুটা অস্বস্তি আর অনেকখানি প্রশ্নের জন্ম দিয়েছিল। ‘হঠাৎ কেন হিজাব ধরলাম’, ‘স্বামী পরতে বলেছে নাকি’, ‘গরম লাগছে কেমন’, ‘পার্ট-টাইম না ফুল-টাইম’ পরি ইত্যাদি ইত্যাদি। ‘বিলাত থেকে তো দেখি হুজুর হয়ে ফিরেছ’ এ ধরনের টিপ্পনী অথবা ‘হিজাব না পরলে বয়সটা আরও কম লাগত’ বা ‘Lose the scarf’ জাতীয় উপদেশ শুনেছি বিস্তর’।

গত ১২-১৫ বছরে দৃশ্যপট পালটে গেছে উল্লেখ করে তিনি বলেন, চোখের সামনে হিজাবি ছাত্রীর সংখ্যা নগণ্য থেকে সংখ্যাগরিষ্ঠে পরিণত হতে দেখেছি। ছাত্রী শুধু নয়, শিক্ষকদের মধ্যেও বহুল প্রসার ঘটেছে। শিক্ষাঙ্গনের বাইরে আমার পরিচিত ও অপরিচিত পরিসরে হিজাবের প্রভুত বৃদ্ধি ঘটেছে। এই অসম্ভব দ্রুতগতির পরিবর্তন কারও দৃষ্টি এড়ানো সম্ভব নয়। ইতিবাচকভাবে দেখলে একে ‘হিজাব বিপ্লব’ বলা যেতে পারে। আর যাদের অসহ্য লাগে, তাদের কাছে ‘হিজাব বিস্ফোরণ’! এই টাইপের ‘আলোকিত’দের কথা হলো, হিজাব তো তোমার ওপর চাপিয়ে দেয়া। তুমি অপ্রেসড, ‘আফগানি’, বুদ্ধি-প্রতিবন্ধী। হিজাব মাথায় চাপিয়েছ মানেই, হয় তোমাকে জোর করা হয়েছে অথবা তুমি চিন্তা করতেই অক্ষম। আফসোস, এই ‘আলোকিত’জনের তরে! এরা জানেন না, যেসব নারী জেনে-বুঝে হিজাব গ্রহণ করেছেন, তারা কতই না শক্তিময়ী!

এই অধ্যাপক আরও বলেন, হিজাব ঐশী-বিধানের অংশ, এটা বিশ্বাস। আল্লাহ্?র সন্তুষ্টি এই পথে, এটা বিশ্বাস এবং এই বিশ্বাসের পথে চলার সিদ্ধান্ত নিজে নিতে পারার সক্ষমতা নারীর আছে। স্রষ্টার নিকটবর্তী হওয়ার বাসনায়, তার সন্তুষ্টির সম্ভাবনায় যে নারী নিজের প্রাণের টানে স্বেচ্ছায় এই হিজাব জড়িয়ে নেয়, তার নবলব্ধ প্রশান্তি তাকে অন্য মাত্রার আত্মবিশ্বাস এনে দেয়। এতো পরিচ্ছদ মাত্র নয়; শত প্রতিকূলতার মাঝেও স্রষ্টার প্রতি সমর্পণের এক দৃপ্ত প্রতিশ্রুতি!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত