মুন্সীগঞ্জের লৌহজংয়ে কার্টনের ভেতর থেকে হাত-পা বিচ্ছিন্ন এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেলেও হাত ও পায়ের অংশ পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকালে পদ্মাসেতু উত্তর থানাধীন মেদিনি মন্ডল গ্রামের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খান বাড়ি বাসস্ট্যান্ড এলাকার মাওয়া বাজারগামী সার্ভিস লেনের পশ্চিম পাশে রাস্তার নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় শিশুরা খেলার সময় কার্টনের ভেতরে কিছু দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে হাত-পা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে। এ বিষয় নিশ্চিত করেন পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।