বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সভাপতিত্বে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন যুব সমাজকে কর্মজীবনে ফিরাতে হলে দেশে জবাবদিহিত সরকার প্রয়োজন, কারণ নির্বাচিত সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তাই দেশের জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন চান তিনি। গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা মডেল স্কুল মাঠে সোনাইমুড়ী সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ আগে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। পৌর কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, দিদার হোসেন, কুতুবউদ্দিন সানী, অ্যাড. সাকিল, অ্যাডভোকেট সেলিম শাহী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, ওমর শরীফ, জসিমউদ্দিন, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।