ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আগুনে ছাই ৯ বসতঘরে মারা গেছে ২৫ গরু-ছাগল

আগুনে ছাই ৯ বসতঘরে মারা গেছে ২৫ গরু-ছাগল

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে চার দিনমজুর পরিবারের ৯টি ঘর, প্রয়োজনীয় জিনিসপত্রসহ আসবাবপত্র, নগদ টাকাসহ খড়ের গাদা। অগ্নিদগ্ধ মারা গেছে ৫টি গরু ও ২০টি ছাগল। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দিনমজুররা হলেন- মিজানুর, কাবেল, রশিদ ও ফজল হক। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রতিরাতের মতো বৃহস্পতিবার রাতেও গরুর গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন দিনমজুর মিজানুরের পরিবার। রাত ১১টায় আগুনের শিখার তাপে ঘুম ভাঙে তাদের। তাদের চিৎকারে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ফজল হক, কাবেল ও রশিদের বসতবাড়িতে আগুন লাগে।

এ সময় আগুনে মিজানুরের ২টি ঘর, নগদ ৬০ হাজার টাকা পুড়ে যাওয়াসহ ১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কাবেলের ৩টি ঘর পুড়ে যাওয়াসহ ২টি গরু ও ১০টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ফজল হকের ২টি ঘরসহ রশিদের ২টি ঘর ও ১০টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত