ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বেশি ভাড়া আদায়ে চার পরিবহনকে জরিমানা

বেশি ভাড়া আদায়ে চার পরিবহনকে জরিমানা

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অপরাধে চার পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। গতকাল শুক্রবার দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে চেয়ারকোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও স্টারলাইন পরিবহনকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জোনাকি সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করে। ইকোনো ও জোনাকি সার্ভিস থেকে ভাড়ার অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা এক্সপ্রেসকে ৪ হাজার টাকা, স্টারলাইন সার্ভিসকে ৪ হাজার টাকা ও ইকোনো বাস সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা শহরের ঝুমুর, উত্তর স্টেশন ও বাসটার্মিনাল এলাকায় এসব অভিযান পরিচালনা করে প্রশাসন। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত