ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দেড় মাস পর দেশে ডেঙ্গুতে মৃত্যু

দেড় মাস পর দেশে ডেঙ্গুতে মৃত্যু

দেশে ৪৭ দিনের মাথায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি হাসপাতালে ডেঙ্গুতে মধ্যবয়সি এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি একই এলাকার হাসপাতালে মধ্যবয়সি আরেক নারীর মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এর মধ্যে ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জন মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানের হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ১০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ জন রয়েছেন বরিশাল বিভাগের। অন্য চারজনের মধ্যে তিনজন ঢাকা উত্তর সিটির কর্পোরেশন এলাকায় এবং একজন করে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও খুলনা বিভাগে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১ হাজার ৯০২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জনসহ হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮২৬ জন। দেশে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আর গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়, হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত