ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী প্রতীক বরাদ্দের আগে অনলাইনে প্রচার করতে পারবে। এক্ষেত্রে রিটার্নিং অফিসার কাছে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ শনাক্ত করা যায় এমন তথ্য প্রচার-প্রচারণার আগে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে। এমন বিধান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা পুনরায় নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটি সাতটি বৈঠক করে এ খসড়া চূড়ান্ত করেছে।

খসড়া বিধিমালায় আরও দেখা যায়, নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারসহ এ সংক্রান্ত কার্যক্রমে সরকারের উপদেষ্টাদের অংশগ্রহণের ওপর বিধিনিষেধ আরোপসহ জাতীয় সংসদ ভেঙে যাওয়ার সময় থেকে নির্বাচনের পরের ৪৫ দিন পর্যন্ত সময়কে তিন ভাগে ভাগ করেছে। এছাড়া প্রচারণায় বাতিল কাগজের পোস্টার, ব্যবহার করতে হবে কাপড়ের ব্যানার। মাটি বা গাছে বিলবোর্ড স্থাপনে বিধিনিষেধ, প্রচারণায় ব্যয়ের হিসাবে সাতদিন পর পর দাখিল করতে হবে রিটার্নিং অফিসারের কাছে। নির্বাচনে মাইকের প্রচারণা ৬ ঘণ্টা থেকে কমিয়ে করা হয়েছে চার ঘণ্টা। এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে পাঠাব। এরপর কমিশন চূড়ান্ত করবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই অনুযায়ী আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করব। আশা করি চমৎকার আচরণবিধি হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত