ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দেশে পরীক্ষামূলকভাবে চালু হল স্টারলিংকের ইন্টারনেট

দেশে পরীক্ষামূলকভাবে চালু হল স্টারলিংকের ইন্টারনেট

গতকাল বুধবার বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেটসেবা চালু করা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা গেছে। সামিটে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) স্টলে বিশেষ কিউআর কোড ব্যবহার করে দর্শনার্থীরা বিনা মূল্যে স্যাটেলাইট-চালিত ইন্টারনেট প্রযুক্তির গতি পরীক্ষার সুযোগ পেয়েছেন। স্টারলিংকের ইন্টারনেটসেবা পরীক্ষার সুযোগ পাওয়া জাহিদুর রাব্বী প্রথম আলোকে বলেন, ‘সামিটে এসে স্টারলিংকের ইন্টারনেটসেবার গতি পরীক্ষা করেছি নিজের মোবাইল থেকে। ফাস্টডটকম থেকে ইন্টারনেটের গতি পরীক্ষায় সর্বোচ্চ ২২০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস) গতি ও সর্বনিম্ন ১৭০ এমবিপিএস গতি পাওয়া গেছে। বাংলাদেশে স্টারলিংকের যে ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে, তা মালয়েশিয়ান আইআইডি থেকে যুক্ত করা হয়েছে। আমি যখন স্টলে যাই, তখন একসঙ্গে ৪৫ জনের মতো সংযুক্ত ছিলাম। সবাই বেশ আগ্রহ নিয়ে স্টারলিংকের ইন্টারনেটসেবা পরীক্ষা করছে। পুরো সামিট প্রাঙ্গণেই স্টারলিংকের ইন্টারনেটসেবা ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে।’ সামিটের বিএসসিএলের স্টলে স্টারলিংক রিসিভার ও অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে। সামিটে আসা প্রযুক্তি পেশাজীবী জারিফ ফাইয়াজ বলেন, ‘স্টলে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেখলাম। তবে কবে বাসাবাড়িতে ব্যবহারের সুযোগ আসবে, তা জানা যায়নি। এমনকি কেমন খরচ হবে, এ বিষয়েও কেউ কোনো তথ্য দিতে পারছেন না।’ গত ২৯ মার্চ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত