ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযান

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক সাত

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক সাত

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাতজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড ও র‌্যাব।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মোহাম্মদ ফারুক, ওমর ফারুক, আরাফাত উল্লাহ, মোহাম্মদ আনিস, ফয়াজ উল্লাহ, মোহাম্মদ রফিক ও আসাদ উল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ টেকনাফের ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত কাঠের বোট সন্দেহজনক হলে থামানোর সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পিছু নিয়ে ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়।

পরবর্তী সময়ে বোটটি তল্লাশি চালিয়ে জালের ভেতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী মাঝি-মাল্লাকে আটক করা হয়। তিনি বলেন, জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত