ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জের বায়ুদূষণকারী দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বায়ুদূষণকারী দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম বায়ুদূষণ বন্ধ এ অভিযান চালায়। সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত