ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

তিন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু

তিন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু

তিন জেলায় পানিতে ডুবে মারা যাওয়া ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পাঁচজনই শিশু। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

গোপালগঞ্জ : গতকাল দুপুরে কোটালীপাড়া উপজেলা চৌরখুলী ও মদনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত শিশুরা হলো- একই উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছরের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম (৮)। জানা গেছে, পরিবারের সদস?্যদের অজান্তে নিজ নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু দুইটি। পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত করা হয়নি।

কুমিল্লা : মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদী (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবদুল ও মহাদী দুজন বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। দীর্ঘসময় দুজনকে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তারা পানিতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খাগড়াছড়ি : শামুক খুঁজতে গিয়ে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়াসি চাকমা নলছড়া এলাকার বাসিন্দা বিদেশি চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত