ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক

১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক

কক্সবাজারে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা। কোস্ট গার্ড জানায়, বোটে বরফের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ৫ লাখ পিস ইয়াবা। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ সব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমূদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন চালিত দুইটি সন্দেহজনক কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দেয়। তবে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় এক মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তী সময়ে আভিযানিক দল বোট দুটিকে ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। বোট দুটি তল্লাশি চালিয়ে বোটের ভেতর কাঠের পাটাতনের নিচে রাখা বরফের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটক ইয়াবা পাচারকারী, জব্দ ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত