ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ নাম পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

বাংলাদেশ নাম পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

‘বাংলাদেশ নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন’ এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দলটির বিরুদ্ধে অনেকেই সমালোচনা করেন। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, গণমাধ্যম যে ধরনের শিরোনাম করেছে সেটা বিভ্রান্তিকর, ‘বাংলাদেশ’ নামের পরিবর্তন নয় বরং ‘প্রজাতন্ত্র’ শব্দের বদলে ‘জনকল্যাণ’ শব্দ প্রস্তাব করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, গতকাল জাতীয় ঐক্যমত কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সেখানে ‘বাংলাদেশ’ নামের পরিবর্তন নয় বরং ‘প্রজাতন্ত্র’শব্দের বদলে ‘জনকল্যাণ’ শব্দ প্রস্তাব করা হয়েছে। দলের মুখপাত্র বলেন, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় দেশের বিদ্যমান সংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর প্রথম অংশ পরিবর্তনের প্রস্তাব করেছে। তারা ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দের বদলে ‘জনগণতন্ত্রী’অথবা ‘নাগরিকতন্ত্র’ শব্দের প্রস্তাব করেছে। রাষ্ট্রের সংবিধানিক নাম পরিবর্তনের এই প্রস্তাবের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত পোষণ করেছে। তবে ‘জনগণতন্ত্র’ অথবা ‘নাগরিকতন্ত্র’এর বদলে ‘জনকল্যাণ’ বা ‘পিপলস ওয়েলফেয়ার’ শব্দের প্রস্তাব দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, এটা কোনোভাবেই ‘বাংলাদেশ’ নামের পরিবর্তন না বরং রাষ্ট্রের সংবিধানিক নামের ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত