যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার পর ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) তাদের পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানান, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন আমদানির উপর তাদের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে উরসুলা ফন ডার লেন বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিষয়টি লক্ষ্য করেছি। আমরা আলোচনার দরজা খোলা রাখতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদের মতামত নিয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণের আগে আমরা তা ৯০ দিনের জন্য স্থগিত রাখবো।”