ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না : মমতা

রাজ্যে সহিংসতা, নিহত তিন
ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না : মমতা

ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই আইন রাজ্য সরকার সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মমতা। ওয়াকফ আইনকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলায় এটি বলবৎ হবে না। তাহলে দাঙ্গা কেন? যারা এই দাঙ্গায় উসকানি দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, এই আইনটি আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করে মমতা বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। এ সময়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশটির নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবে। অন্যদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তর প্রদেশেই। ওই একই রাজ্যের মুজাফফরনগরে গত শুক্রবার জুমার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে মাথাপিছু দুই লাখ রুপি করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গে সহিংসতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াকফ (সংশোধিত) আইন বাতিলের দাবিতে প্রতিবাদণ্ডবিক্ষোভ গত শুক্রবার সহিংসতায় রূপ নিয়েছে। মুর্শিদাবাদে পরিস্থিতি হয়ে উঠেছিল সবচেয়ে গুরুতর। সেখানে সহিংসতার ঘটনায় পুলিশ ১১৮ জনকে গ্রেপ্তার করেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে বিতর্কিত এ বিলটি গত সপ্তাহে ভারতে আইনে পরিণত হয়। এরপর এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ। তারা বিক্ষোভ করতে থাকেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন নিহত হলেন।

ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছে, ওয়াকফ সংশোধিত আইন বাতিলের দাবিতে উত্তাল হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকা।

পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি চলে। পুলিশের গাড়িতে আগুন লাগানো, যানবাহন ও বাইক ভাঙচুরের মতো একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকায়। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সড়ক ১২ অবরোধ করে শতাধিক মানুষ বিক্ষোভে সামিল হয়। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত