বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়। রোডম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপস্বরূপ নির্বাচনি বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সব কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে। আবারও জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে। গতকাল বিকালে দিনাজপুর সদর উপজেলার দ্য গ্র্যান্ড দাদু বাড়ি রিসোর্ট সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।