ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সেমিনার

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সেমিনার

রংপুরে ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তোরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: ময়নুল ইসলাম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা এই সেমিনার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব বলেন, বর্তমান আমাদের সমাজে নারীদের যে অবস্থান তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখানো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ‘তথ্য আপা’ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা নারীর ক্ষমতায়নকে বেগবান করছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত