নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) থেকে অননুমোদিতভাবে ডাটা অনুসন্ধান ও সরবরাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইসির সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা থেকে এসব তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোন অ্যাকাউন্ট থেকে সার্চ করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে, এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সব সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে, প্রত্যেক দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ইসির কাছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটারের তথ্য রয়েছে। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে আরও প্রায় ৬২ লাখ নাগরিকের তথ্য সংস্থাটির সার্ভারে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।