ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে-চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, দীর্ঘ সময় বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল

গাজীপুরে-চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, দীর্ঘ সময় বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল

ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, গতকাল রোববার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন রোববার রাত ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলাচল বন্ধ ছিল। ট্রেননি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত