বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফনদীর ট্রানজিট ঘাট দিয়ে এদের ফেরত আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ৮ এপ্রিল ৪ ট্রলারসহ নিয়ে যাওয়া হয় ২৩ জেলেকে। বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে বুধবার ৫৫ জনকে দেশে ফেরত আনা হলো। ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক। অপর ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে হস্তান্তর এবং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।