ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকাতের কবলে পড়া ৪ ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

ডাকাতের কবলে পড়া ৪ ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

বরগুনার সকিনার মোহনাসংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া চারটি মাছ ধরার ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা থেকে চারটি ফিশিং ট্রলার (এমভি তারেক, আব্দুল্লাহ তুফান, এমভি মা এবং জুনায়েদ ইসলাম) ৬৭ জন জেলেসহ মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। এরপর গত ৯ এপ্রিল আনুমানিক রাত ১টায় বরগুনার তালতলী উপজেলার সকিনার মোহনাসংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারগুলোতে আক্রমণ করে। এতে দুজন জেলে গুলিবিদ্ধ হন এবং প্রস্থানের আগে জলদস্যুরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দেয়। পরে ১০ এপ্রিল দুপুর ১২টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে জানান।

প্রাপ্ততথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি উদ্ধারকারী দল দ্রুত এ এলাকায় যায় এবং চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিসিজি স্টেশন পাথরঘাটায় নিয়ে আসে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ জন আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত