প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। তাছাড়া স্থানীয় কমিউনিটির লোকদেরও দায়িত্ব রয়েছে। গতকাল শনিবার মাগুরা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত স্টেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪ মোহাম্মদ আতিকুর রহমান; খুলনা বিভাগীয় উপ-পরিচালক ড. মো: শফিকুল ইসলাম, প্রাক প্রাথমিক একীভূত শিক্ষার উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আপনাদের একটা ভূমিকা রয়ে গেছে কীভাবে নীতি-নির্ধারিতদের মধ্যে এই পারসেন্ট নিয়ে আসতে পারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা ভালো হচ্ছে কি না।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং স্থানীয় কমিউনিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পাঠদানের আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।
এই মতবিনিময় সভা জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার ৪টি উপজেলার প্রায় ২০০ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।