ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভবন নির্মাণে নকশা না মানলে কঠোর ব্যবস্থা

বললেন রাজউক চেয়ারম্যান
ভবন নির্মাণে নকশা না মানলে কঠোর ব্যবস্থা

নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। গতকাল রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, প্রথমে ভবনের ব্যত্যয়কারীকে সতর্ক করা হবে। ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে। মো. রিয়াজুল ইসলাম জানান, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরে। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছেন। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। আর ভবন নির্মাণবিষয়ক নকশার ব্যত্যয়কারীদের বিরুদ্ধে তার অবস্থা জিরো টলারেন্স থাকবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি কর্পোরেশনের বড় সমস্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত