ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা বাসের ধাক্কায় সিএনজি চালক আক্তার হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে সিএনজিতে থাকা আরও ২ যাত্রী। গতকাল শনিবার সকালে কাঁচপুর থেকে সিএনজি চালক আক্তার হোসেন ২ জন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশে রওনা হয়। যাওয়ার পথে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এ সময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশোপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত বলে ঘোষণা দেন। গুরুতর আহত ২ যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মো. জাহানুর আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত মাসুদ ও তার স্ত্রী মৌসুমীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত