ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় শিলমাড়িয়ার মঙ্গলপাড়ায় বিদ্যুৎস্পর্শে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া মঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া মঙ্গলপাড়া সারপুকুর গ্রামের মো. সলেমান আলীর মেয়ে সাইফা খাতুন এবং একই গ্রামের মো. সাইদুর ইসলামের মেয়ে হামিদা খাতুন দুইজনে খেলতে খেলতে একই গ্রামের মো. মিলনের বাড়িতে যায়। এসময় মিলনের বাড়ির বারান্দায় থাকা ভিশন কোম্পানির ফ্রিজের সঙ্গে বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে যায়।

সে সময় মিলনের স্ত্রী তাদের কাছে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজনকে ডাকাডাকি শুরু করে। এসময় লোকজন এসে দেখে দুই শিশু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনাচার্জ কবীর হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত