ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ

হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিলে আরিফ সিকদার নামের ওয়ার্ড যুবদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার গভীর রাতে হাতিরঝিলের মোড়ল গলির মুখে তাকে গুলি করে দুর্বৃত্তরা। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, গুলিবিদ্ধ আরিফ স্থানীয় একটি ওয়ার্ডের যুবদলের সদস্য বলে জানা গেছে। তাকে কী কারণে কারা গুলি করেছে, সেটা তদন্ত করে বের করার চেষ্টা করা হচ্ছে। আহত আরিফের ছোট বোন লাবনী আক্তার বলেন, তার ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে খবর পাই, তাকে মগবাজার আমবাগান এলাকা থেকে চার থেকে পাঁচজন যুবক কথা-কাটাকাটির এক পর্যায়ে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে। পরে হাতিরঝিল থানার পুলিশ তাকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে লাবনী আক্তার আরও বলেন, গুলিতে তার ভাই আহত হয়েছেন। তবে তার কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখনও জ্ঞান ফেরেনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত