ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সেঞ্চুরির ফিফটিতে বিজয়ের স্বপ পূরণ

সেঞ্চুরির ফিফটিতে বিজয়ের স্বপ পূরণ

স্বীকৃত ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন চলতি বছরের শুরুতেই। তবে এবার নতুন এক মাইলফলকে পৌঁছালেন এনামুল হক বিজয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন এই ওপেনার। গতকাল রোববার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হার না মানা ১১০ রানের ইনিংস খেলেন। পেসার শরীফুল ইসলামকে ছক্কা মেরে পেয়ে যান ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি। ২০১৪ সালে নিজের ডায়েরিতে বিজয় লিখে রেখেছিলেন, ‘২০২৫ ওই বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। অবশেষে তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বিজয় ৫০ সেঞ্চুরি স্পর্শ করার পর যে তার সেই ডায়েরিতে লেখা স্বপ্নের কথা জানিয়েছেন তা কিন্তু না। আগেই তার এই স্বপ্নের কথা প্রকাশ করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়েরির সেই লেখার একটি ছবি প্রকাশ করেছিলেন বিজয়। ম্যাচ শেষে বিজয় বলেন, ‘স্বপ্ন সত্যি হলো। আবার নতুন করে স্বপ্ন দেখব আর নতুন কি অর্জন করা যায়। সত্যি এই সেঞ্চুরিগুলোর অর্ধেক যদি জাতীয় দলের হয়ে করতে পারতাম তাহলে বেশি ভালো লাগত। অবশ্যই স্পেশাল দিন আজ, অনেক আজেবাজে কথা আমার চারপাশ দিয়ে যায়, সেগুলো বাদ দিয়ে এরকম খেলা খুব কঠিন। কিন্তু আমি চেষ্টার কমতি রাখিনি।’ বিজয়ের গলা ধরে আসছিল তখন। তবুও প্রিয়জনদের ধন্যবাদ জানিয়েছেন, ‘আমার পরিবার ও আমাকে যারা পছন্দ করে তাদের অনেক ধন্যবাদ। তাদের এমন সমর্থনে আমার এতদূর আসা। কিন্তু এটা সহজ ছিল না। আমার যে ৫০টা সেঞ্চুরি-এর মধ্যে দেখা গেছে ৪০টিতেই ম্যাচ জিতেছি। তারপরও অনেক নেতিবাচক কথা আমাকে শুনতে হচ্ছে বা হয়েছে। আজকে আমার জন্য খুব স্পেশাল দিন। এজন্য হয়তো কথাও আটকে যাচ্ছে। তবে আমার এই পরিশ্রম আমি চালিয়ে যাব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত