স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী গত শনিবার রাজধানীর আফতাবনগরের কাছে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্লান্ট পরিদর্শন করেন। এ সময় তিনি প্লান্ট অপারেশন ও মেইনটেনান্স দেখে তা আধুনিক ও ইউনিক বলে ভূয়সী প্রশংসা করেন। তিনি এখানে দৈনিক ৫০ কোটি লিটার শোধনকৃত পানি আমাদের ভূগর্ভস্থ ডিপ-অ্যাকুইফার রিচার্জ করতে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনা করে প্রস্তাবনা দেওয়ার পরামর্শ দেন। এছাড়া প্লান্ট থেকে তাপ বিদ্যুৎ তৈরি ও সোলার পাওয়ার ব্যবহার করা যায় কিনা, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ও প্রধান প্রকৌশলীসহ অন্য সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দাশেরকান্দি প্লান্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মমতাজুর রহমান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ও সরেজমিন ঘুরিয়ে দেখান। স্থানীয় সরকার সচিব এর আগে সকালে পাগলাস্থ পাগলা পয়ঃশোধনাগার প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি