যথাযথ সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসাইন রাজী বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে সময়ক্ষেপণের আশঙ্কায় তারা নির্বাচন কমিশনে আবেদন করে সাক্ষাৎ করেছেন এবং নতুন কমিটির তথ্য জমা দিয়েছেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব বলেন, নির্বাচন এখন জনদাবিতে পরিণত হয়েছে। যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। গত ১৬ বছরে জমে থাকা রাজনৈতিক আবর্জনা পরিষ্কার করতে হবে। তাহলেই একটি প্রকৃত ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি বলেন, যারা ডিসেম্বর বলছেন বা যারা জুন বলছেন দুটোর ব্যবধান খুব বেশি নয়। তবে এর আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।