চট্টগ্রামে দোকান ছাদ বার কোথাও উৎসব নয় : সিএমপি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে চট্টগ্রাম নগরীর কোথাও কোনো অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না। নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সব মদের দোকান বন্ধ থাকবে বলেও জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, এবার করোনা পরিস্থিতি বিবেচনায় থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে আমরা সব অনুষ্ঠান নিষিদ্ধ করছি। রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ, প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত ও উৎসব করা যাবে না। কোনো আতশবাজি হবে না। যদি কোনো ভবনের ছাদে আতশবাজি ফোটানো হয় তাহলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর পতেঙ্গা সি-বিচ, পারকি বিচ এলাকায় কোনো দর্শনার্থী অবস্থান করবে না। কোনো লাইসেন্সকৃত বার ও মদের দোকান খোলা রাখা যাবে না। গাড়িতে উচ্চৈঃস্বরে গাড়ির হর্ন বাজানো যাবে না কিংবা বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো যাবে না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধে পুলিশ বদ্ধপরিকর। সব অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।