ঢাকা ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কেটেছে অনিশ্চয়তা সব উপজেলায় পৌঁছেছে বই

কেটেছে অনিশ্চয়তা সব উপজেলায় পৌঁছেছে বই

কাগজ সংকটকে কেন্দ্র করে সরকারের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে যথাসময়ে পৌঁছে দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও তা কাটিয়ে উঠেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি বলছে, গত বৃহস্পতিবারের মধ্যে ৮০ শতাংশ বই ছাপার কাজ শেষ হয়েছে। কয়েকটি প্রেস বই ছাপার কাজ দেরিতে শুরু করায় তিন-চারটি উপজেলায় বই পৌঁছতে দেরি হয়। তবে আজ শনিবারের মধ্যে এসব উপজেলায় বই পৌঁছে যাবে।

আগামীকাল বই উৎসব। এই উৎসবের মধ্য দিয়েই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন শিক্ষাবর্ষের পাঠদান। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, ‘বই নিয়ে কোনো সংকট এখন আর নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত