ছুটির দিনে বিনোদনের আমেজ

ভোর থেকেই অপেক্ষা কখন উঠব স্বপ্নের মেট্রোরেলে

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সকাল ৮টায় মেট্রোরেল চলাচল করার কথা থাকলেও সেই ভোর থেকে মানুষ আধুনিক এই বাহনে চড়ার সখ মেটাতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকছে। গতকাল ছুটির দিন থাকায় কর্মজীবী বাবা-মায়ের সঙ্গে তাদের সন্তানরা মেট্রোরেলে চড়ার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে থাকে। মেট্রোরেলে চড়ার সঙ্গে বিনোদন খুঁজে পেয়েছে রাজধানীবাসী।

বহুল প্রতীক্ষিত মেট্রোরেল গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। এর আগে ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলে ৩ হাজার ৮৫৭ জন মানুষ উঠতে পারলেও ওইদিন ফিরে গিয়েছেন প্রায় হাজার মানুষ। গতকালও অনেকে মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়ালেও উঠতে পারেননি। গতকাল মেট্রোলের আগারগাঁও স্টেশন ঘুরে দেখা গেছে, শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস মোড়ে।

লাইনে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেট্রোরেলের প্রথম দিনে না চড়তে পারার আক্ষেপ রয়েছে অনেকের মধ্যেই। কারণ ওই দিন লাইনে দাঁড়িয়েও অনেকে সময় স্বল্পতায় ট্রেনে চড়তে পারেননি। তাই আজ (গতকাল) যেন আর কোনো ঝক্কি ঝামেলা পোহাতে না হয়, এজন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে।

এদিকে গতকাল টিকিট কাটতে টিকিট অফিস মেশিনের (টিওএম) চেয়ে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) আগ্রহ ছিল যাত্রীদের। তারা নিজে নিজে টাকা প্রবেশ করে টিকিট সংগ্রহ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। যার ফলে প্রায় তিন ভাগের ২ ভাগ মানুষ টিভিএমণ্ডএর সামনে এবং একভাগ মানুষ টিওএম অফিসের সামনে ভিড় করেন।