সুসংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রীর নির্দেশে বসতবাড়ির আঙিনায় সবজি চাষে ভাগ্য বদল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের গ্রামাঞ্চলের বসতবাড়ির আঙিনায় ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে সবজি চাষে ভাগ্য বদলে যাচ্ছে নারী-পুরুষের। সরকারি প্রকল্পের আওতায় বিষমুক্ত এ সবজি চাষে অনেকের বেকারত্বও দূর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার সংশ্লিষ্ট কৃষি বিভাগের সহযোগিতায় সহস্রাধিক সবজি বাগান করা হয়েছে। এ সবজির চাষের বাগান করা হয়েছে, কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এর মধ্যে কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামে বসত বাড়ির আঙিনায় ও পতিত জমিতে ৫৪টি প্রদর্শনীসহ বিভিন্ন সবজির বাগান স্থাপন করা হয়েছে। এ সবজি চাষের বাগান স্বামীর পাশাপাশি শখের বসে স্ত্রী-সন্তানরা দেখাশোনা করছে। এসব বাগানে সবজির পাশাপাশি বিভিন্ন ফল ও মসলা জাতীয় ফসল রয়েছে। সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, টমোটো, পেঁপে, লালশাক, পুইশাক, বেগুন, পালংশাক, বরবটি ও ঢেঁড়শ। প্রায় ২০ প্রকারের সবজি চাষ করছে এসব উদ্যোগী বেকার নারী পুরুষ। এতে পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় হাট বাজারে এসব সবজি বিক্রি করে আর্থিকভাবে সাবলম্বী হচ্ছে তারা। এ উপজেলার ফুলজোর নদীর তীরে মুগবেলাই গ্রামে উদ্যোগী বেকার নারী পুরুষ ৫৪টি পরিবার বাড়ির আঙিনায় সবজি বাগান গড়ে তুলেছে। এসব বাগান সবজি চাষিরা বলেন, ধানসহ অন্যান্য ফসল চাষের পাশাপাশি সবজি চাষের প্রতি আগ্রহ কম নয়। অর্থ ও পরামর্শ না পাওয়ায় এ লাভজনক সবজি চাষ থেকে বঞ্চিত ছিলাম। বর্তমান সরকারের কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতায় বসত বাড়ির আঙিনায় ও পতিত জমিতে এ সবজি চাষ করছি।
সংশ্লিষ্ট কৃষিবিদরা বলেছেন, কৃষি সম্প্রসারণ বিভাগের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বসত বাড়ির আঙিনায় পতিত এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। এ নির্দেশে সংশ্লিষ্ট কৃষকদের সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্থানে এ লাভজনক চাষাবাদে ঝুঁকে পড়েছে কৃষক ও বেকার নারী পুরুষ। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর আলোকিত বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বসত বাড়ির আঙিনায় ও পতিত জমিতে সবজি বাগান বাড়ছে। জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ১৫৮ জনের বসত বাড়ির আঙিনায় ও পতিত জমিতে সবজি বাগান স্থাপন করা হয়েছে। এসব বাগানে বাঁশ, খুটিসহ বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কৃষি অফিসার ও উপসহকারী কৃষি অফিসাররা এসব সবজি বাগান তদারকি করছেন। অতি সম্প্রতি প্রকল্প পরিচালক ড. মো. আকরাম হোসেন চৌধুরী জেলার বিভিন্ন স্থানে এসব সবজির বাগান পরিদর্শন করেছেন এবং এতে সন্তোষ্ট প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি।