ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল পাঁচ দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছে ফিলিস্তিনের কয়েকটি অঞ্চল। এই অবৈধ দখলদারিত্বের কারণে ইসরাইল ‘কী ধরনের বিচারের মুখে পড়বে’ সে বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইজিসে) মতামত জানতে একটি প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘ। এই প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের উত্থাপিত প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ভোট দিয়েছে মোট ৮৭টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ

২৬টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ৫৩টি দেশ। ৮৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়ায় এটি পাস হয়েছে। জাতিসংঘে এ প্রস্তাব পাস হওয়াকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিন। তারা বলেছে, এর মাধ্যমে ইসরাইলের অপরাধ উন্মোচিত হবে। তবে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে এই আদালত যে মতামত দেবে, গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও, সেই মতামত বা পরামর্শ বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত