ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু

দেশ বাঁচাতে বিএনপি জামায়াত রুখতে হবে

দেশ বাঁচাতে বিএনপি জামায়াত রুখতে হবে

কুষ্টিয়ায় জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, অতীতে জনজীবনের এবং অর্থনীতির সংকট মোকাবিলায় চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াত। বিএনপি জামায়াত নিজেদের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা দখলের খেলায় মেতে উঠেছে। তারা ক্ষমতায় থাকাকালীন নিজেদের ছাড়া জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন বা উন্নয়ন করতে পারেনি। তাই জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বাঁচাতে যেকোনো মূল্যে বিএনপি-জামায়াতের ক্ষমতা দখলের চেষ্টা প্রতিহত করতে তাদের রুখে দিতে হবে। বিএনপি-জামায়াত বিজয়ের মাসে একটা রাজনৈতিক বেয়াদবি করেছে। সেই রাজনৈতিক বেয়াদবি হচ্ছে তারা ২৭ দফার ১০ দফা দিয়ে সরাসরি ৭১, ৭৫, ২১ আগস্ট এর খুনি আর তার দোসরদের সঙ্গে একথালে ভাত খাওয়ার প্রস্তাব দিয়ে। তারা রাজনৈতিক বেয়াদবি করেছে। গত মঙ্গলবার সকালে মিরপুর উপজেলা অডিটরিয়াম রুমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে জাসদের স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইনু আরও বলেন ৭১, ৭৫, ২১ আগস্টের খুনি আর দোসর বিএনপি-জামায়াতের একসঙ্গে ভাত খাওয়ার প্রস্তাবটা রাজনৈতিক বেয়াদবি। এটা আমি সহ্য করতে পারি না। সুতরাং তারা কার্যত একদিকে জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলছেন, আরেকদিকে বিএনপি-জামাতের ক্ষমতা দখলের খেলার আড়ালে বাংলাদেশ ৭১, ৭৫, একুশে আগস্টের খুনি ও তার দোসর বিএনপি-জামায়াত চক্রকে ক্ষমতায় বসানোর একটা চক্রান্ত করছে। এটি বাংলাদেশের জন্য বিপর্যয়। তিনি আরও বলেন, বিএনপি’র সঙ্গে যারা জোটবদ্ধ হচ্ছে ডানে একমাত্র হচ্ছে রাজাকার জামায়াত যুদ্ধপরাধীরা, বিএনপির বাঁয়ে হচ্ছে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এ সুযোগ সন্ধানী রাজনৈতিক দলগুলো কখন কোন দিকে যায় আমি জানি না। বিএনপির সঙ্গে কতজন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল যোগ হচ্ছে সেইটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। জাসদের স্মরণ সভা অনুষ্ঠানে মিরপুর উপজেলার নির্বাহী অফিসার হারুন, জাসদ মিরপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত