ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গণতন্ত্র উদ্ধার হলে বাংলাদেশ মুক্ত হবে মন্তব্য গয়েশ্বরের

গণতন্ত্র উদ্ধার হলে বাংলাদেশ মুক্ত হবে মন্তব্য গয়েশ্বরের

আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ‘ঢাকায় ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম’।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে। আমাদের নেতাকর্মীরা মুক্ত হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে পারব। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার কখনো নিরস্ত্র জনগণের সঙ্গে সংগ্রাম করে টিকতে পারবে না। আগেও পারেনি।

সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর নেওয়াজ নেওয়াজ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুজ্জামান খান শিমুল, ওমর ফারুক সাফিন, কামাল আনোয়ার আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত