আল-শাবাবের দায় স্বীকার
সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৫
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। বুধবার আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর দুটি গাড়িবোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ সময় এক পরিবারের ৮ জন নিহত হয়। আহত হয় ৪০ জন। খবর বিবিসির।
দেশটির পুলিশ জানায়, দেশটির মাহাস শহরে আল-কায়েদার সহযোগী জঙ্গি সংগঠন আল শাবাবের ধারাবাহিক হামলা এটি। ?নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ দুটি গাড়িবোমা বিস্ফোরণে বহু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আল-শাবাব এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে তারা প্রায়ই স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের চেয়ে হতাহতের পরিসংখ্যান বেশি দিয়ে থাকে। প্রসঙ্গত, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আল-শাবাব সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।