ছুটির দিনে মেট্রোরেলে চড়ার স্বাদ নিয়েছে কৌতূহলী যাত্রীরা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উদ্বোধনের পর মেট্রোরেলে কয়েকদিন কৌতূহলী যাত্রীর ভিড় থাকলেও মাঝে কিছুদিন যাত্রী সংকট ছিল। ছুটির দিনে গতকাল সকাল থেকেই কেটে গেছে সেই সংকট। মেট্রোরেলে চড়ার স্বাদ নিতে স্টেশনগুলোতে ভিড় জমান অনেকে। যাত্রীদের কেউ কেউ ইতোমধ্যে একবার মেট্রোরেলে চড়েছেন, তবে অধিকাংশই এবার প্রথম। ঢাকার বাইরে থেকে মেট্রোরেলে চড়তে আসা লোকের সংখ্যাও বেড়েছে। গতকাল আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সকাল ৮টা থেকে যাত্রীরা আসতে থাকেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় বাড়তে থাকে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতেই ঢাকার বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরে থেকে তারা এসেছেন। প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে সপরিবারে আগারগাঁও রেলস্টেশনে আসা একজন যাত্রী বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। পরিবারের সদস্যদের অনুরোধে সবাই মিলে এসেছি। প্রথমদিকে অনেক ভিড় থাকায় আজকে সময় করে এসেছি। যারা বাইরে থেকে ঢাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে এসেছেন, তারা এই সুযোগে মেট্রোরেল ভ্রমণ করে অভিজ্ঞাতাটা নিয়েছেন। মেট্রোরেল প্ল্যাটফর্মে যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে উভয় পদ্ধতিতে টিকিট কাটছিলেন। ভিড় সামলাতে যাত্রীদের একাংশ হাতেই টিকিট কাটেন। তবে টিকিট কাটা নিয়ে কোনো অভিযোগ ছিল না যাত্রীদের মাঝে। নিয়মতান্ত্রিকভাবেই টিকিট কেটে তারা মেট্রোরেল ভ্রমণ করছিলেন।