সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা শরীফে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টার’ এর উদ্বোধন, বই বিতরণ ও পাঠসূচনা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার নলতা শরীফ পাক রওজা শরীফের খাদেম আলহাজ মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নলতা কেন্দ্রীয় আহ্ছানিযা মিশন সভাপতি আলহাজ অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডীন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ। আলোচনায় অংশ নেন- নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও নলতা শরীফ শাহী জামে মসজিদের খতীব মাওলানা আবু সাইদ জিহাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জয়েন্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বাচ্চু ও মেট্রোপলিটন আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলমগীর হোসাইন খান, গোলাম মোক্তাদির, কাজী জিলানী ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও বিভিন্ন শাখা মিশনের দায়িত্বশীল, স্থানীয় নেতা, ছাত্র অভিভাবক ও এলাকার জনসাধারণ। বিশিষ্ট ছুফী, দার্শনিক, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) প্রণীত ‘দ্বীনিয়াত শিক্ষা- প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ও তৃতীয় খণ্ড’ প্রতিষ্ঠানের পাঠ্যভুক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো. আবুল ফজল শিক্ষক, নলতা দারুল উলুম ফাজিল মাদ্রাসা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের ছাত্র মুহা. আমির হামজা। স্বাগত বক্তব্য দেন মাওলানা মুফতী শাঈখ মুহা. উছমান গনী, সহকারী অধ্যাপক আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম ও সমন্বয়ক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টার।