ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় বিজিবি মহাপরিচালকের শীতবস্ত্র বিতরণ

নেত্রকোনায় বিজিবি মহাপরিচালকের শীতবস্ত্র বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ গতকাল নেত্রকোনা পৌর এলাকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০০ শীতার্ত ও অসহায় মানুষের মদ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। বিতরণকালে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের প্রচণ্ড শীতে অসহায় মানুষজন কষ্ট পাচ্ছে। সারা দেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি শীতকালীন প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ২ হাজার ৫০০ অসহায় শীতার্তের মাঝে পর্যায়ক্রমে এ শীতবস্ত্র বিতরণ করা হবে। বিতরণকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্য কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি মহাপরিচালক গতকাল সকালে বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। সেখানে তিনি কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ করেন এবং ব্যাটালিয়ন সদরে বৃক্ষরোপণ করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সবস্তরের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশাসনিক, অপারেশনাল ও প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত