১১ জানুয়ারি বিএনপির অবস্থান কর্মসূচি এক ঘণ্টা পেছাল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। গত ৩০ ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানিয়েছিলেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা। তবে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সকাল ১০টার পরিবর্তে ১১টায় গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে ২টার পরিবর্তে বেলা ৩টায়। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণঅবস্থান কর্মসূচি সফল করতে এরইমধ্যে কেন্দ্র থেকে বিভাগভিত্তিক সমন্বয় টিম গঠন করা হয়েছে। সমন্বয় টিম স্ব-স্ব বিভাগে সংশ্লিষ্ট নেতা এবং জেলা, মহানগর ইউনিটের নেতাদের সমন্বয়ে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিবেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ইউনিটের প্রতি স্ব-স্ব বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচি সফল করতে গণসংযোগ, কর্মী সভা, লিফলেট বিতরণসহ প্রস্তুতিমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।