ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানে আরও দুই বিক্ষোভকারীর ফাঁসি

ইরানে আরও দুই বিক্ষোভকারীর ফাঁসি

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মোহাম্মদ মাহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায় ইরান সরকারের প্রতি নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ২২ বছর বয়সি কারামির পরিবার বলছে, ফাঁসি কার্যকরের আগে তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি প্রশাসন। এর আগেও কয়েকজনকে একইভাবে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। খবর বিবিসির। উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেপ্তার করা হয় মাহশা আমিনিকে। গ্রেপ্তারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। গত সেপ্টেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত ৫১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ জন শিশু রয়েছে। গ্রেপ্তার হয়েছে ১৯ হাজারের বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত